বিনোদন ডেস্ক : বছর দুয়েক আগের ঘটনা। খবর আসে, নন্দিত অভিনেত্রী মেরিল স্ট্রিপের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। আমেরিকান ভাস্কর ডন গামারের সঙ্গে দীর্ঘ ৪৫ বছরের সংসারের ইতি টেনেছেন তিনি। তা-ও আবার ছয় বছর আগে, ২০১৭ সালে।
বিষয়টি তখন অবাক করেছিল অনেককে।
সেই বিরহ-বিচ্ছেদ এখন অতীত। এবার নতুন প্রেমের হাওয়ায় ভাসছেন ‘দ্য ডিয়ার হান্টার’ অভিনেত্রী। মজার ব্যাপার হলো, প্রেমের খবরটাও এলো বিলম্বে।
কারণ এক বছর ধরেই নাকি তিনি প্রেমে ডুবে আছেন। প্রেমিকের নাম মার্টিন শর্ট। আমেরিকার জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা। আরো একটি মজার বিষয়, মেরিলের বয়স এখন ৭৫, আর মার্টিনের ৭৪।
এই বার্ধক্যে এসেই জীবনের নতুন রং খুঁজে নিয়েছেন তাঁরা।
মেরিল-মার্টিনের প্রেমকে ‘অপ্রত্যাশিত’ মনে করছেন তাঁদের ঘনিষ্ঠজনরা। তাঁদের একজন অবশ্য স্বাভাবিকভাবেই নিয়েছেন। গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা অবাক হয়েছি। মার্টিনের প্রেমে পড়া থেকে নিজেকে আটকাতে পারেননি মেরিল।
মার্টিন অত্যন্ত ভদ্র মানুষ, মেরিলকে আনন্দে রাখেন। তাঁর মধ্যে ইতিবাচক শক্তি আছে। এ জন্যই মার্টিনের সঙ্গ উপভোগ করছেন মেরিল।’
দুজনের পরিবার ও বন্ধুরা সানন্দে গ্রহণ করে নিয়েছে নতুন যুগলকে।
উল্লেখ্য, মার্টিন শর্ট বিয়ে করেছিলেন গায়িকা-অভিনেত্রী ন্যানসি ডলম্যানকে। ৩০ বছরের দাম্পত্যের ইতি ঘটে ন্যানসির মৃত্যুতে, ২০১০ সালে। অন্যদিকে মেরিলের প্রথম বিয়ে অভিনেতা জন ক্যাজালের সঙ্গে। অভিনেতার মৃত্যুর [১৯৭৮] পর বিয়ে করেছিলেন ডন গামারকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।