আন্তর্জাতিক ডেস্ক : গত ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্টে ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন আইন পড়ুয়া এক তরুণী। এই ঘটনায় উত্তর প্রদেশের সহারনপুর আশ্রম থেকে গত শুক্রবার চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করা। আর এবার ওই তরুণীকে গ্রেপ্তার করল ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহজাহানপুরের ওই আইনের ছাত্রীকে বুধবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে। গ্রেপ্তারের পরে তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে স্থানীয় এক আদালত মঙ্গলবার ওই ছাত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন শুনতে রাজি হয়। শুনানির দিন ধার্য হয় বৃহস্পতিবার। তার আগেই গ্রেপ্তার করা হল তাকে।
তার পরিবারের অভিযোগ, পুলিশ জোর করে টানতে টানতে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এমনকি, তাকে জুতা পরার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, প্রথমে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর গ্রেপ্তার করা হয়।
আইন পড়ুয়া ওই তরুণীর অভিযোগ, এক বছরেরও বেশি সময় ধরে তাকে ধর্ষণ করেছেন চিন্ময়ানন্দ। গত ২৪ অগস্ট বিজেপি নেতার বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন এই ছাত্রী। তিনি বারবারই দাবি করেছেন, চিন্ময়ানন্দ তাকে ব্ল্যাকমেল করেছেন। তাকে বন্দুক দেখিয়ে দিনের পর দিন নিপীড়ন চালানো হয়েছে। বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে মোট ৪৩টি ভিডিও তুলে দিয়েছিলেন ওই ছাত্রী। পরে তাদের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় চিন্ময়ানন্দকেও। তার আইনজীবী পাল্টা চাঁদাবাজির অভিযোগ আনেন ওই ছাত্রী এবং তার তিন বন্ধুর বিরুদ্ধে। আর ওই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।