স্পোর্টস ডেস্ক : যদি প্রশ্ন করা জাতীয় দল থেকে সবচেয়ে অবহেলিত ক্রিকেটারের কে? নির্দ্বিধায় ইমরুল কায়েসের নামটি চলে আসে। নিজেকে বারবার প্রমাণ দিতে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিয়ারের এ পর্যায়ে এসে খানিক হতাশেই হয়ে পড়েছেন।
জাতীয় দলের দরজা সবসময় উন্মুক্ত থাকে ইমরুলের জন্য। এ ই ঢুকছেন তো এই বের হচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রান করে বাংলাদেশ দলে ডাকপাওয়ার পর এক সিরিজ বাদেই দেখা যায় কাটা পড়েছে ইমরুলের নাম। আবার নিজেকে প্রমাণ দিয়ে লাল-সবুজের জার্সি ফিরে পাওয়া। এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাঁহাতি এ ব্যাটসম্যানের জন্য।
তবে সম্প্র্রতি রান করেও ফায়দা পাচ্ছেন না ইমরুল। টাইগারদের রঙিন জার্সি গায়ে চাপিয়েছেন সেই ২০১৮ সালে, ওয়ানডে ফরম্যাটে। টি-টোয়েন্টিতে দেশের জয়ে শেষবার মাঠে নেমেছেন ২০১৭ সালের অক্টোবরে। গতবছর ভারত সফরে টেস্ট খেললেও পাঁচদিনের ক্রিকেট থেকে আবার বাদ পড়েছেন পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে।
মাঝে বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইমরুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নেমে প্রায় ৫০ এর মত গড়ে ১৩ ম্যাচে করেছেন ৪৪২ রান। বিপিএলে পাওয়া চোট কাটিয়ে উঠেছেন তিনি। খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে। সেখানেও ব্যাট হাতে নেহায়েত খারাপ করেননি ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
তবুও কেনো জাতীয় দলে উপেক্ষিত? নিজেকে প্রমাণের আরও জায়গা দেখছেন ইমরুল? গণমাধ্যমের করা এমন প্রশ্নে খানিক বিরক্তই তিনি। অনেকটা হতাশা নিয়ে জানালেন, আবার যদি প্রমাণ করে দেখাতে হয় তাহলে আর কিছুই করার নেই।
ইমরুল বলেন, ‘আমি তো মনে করি আমি ব্লক হয়ে গেছি, আমার জায়গা থেকে ঠিক আছি। আমি আমসার জায়গায় খেলে যাচ্ছি। এখন আমার আর প্রমাণ করিয়ে দেখানোর আসলে কিছুই বাকি নেই।’
দল থেকে বাদ পড়ার ক্ষোভটা কিছুটা আবেগী স্বরেই জানালেন ইমরুল। বললেন, ‘আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট বা সিরিজে যখন খেলতে না পাই, তখন আমার অনেক খারাপ লাগে। মনে হয় যদি একটা সুযোগ পেতাম তবে নিজেকে উজাড় করে দিতাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।