বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিশ্বব্যাপী দীর্ঘ দুই দশকের আধিপত্যের পর গুগল, মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) ও অ্যাপলের ভবিষ্যৎ আর আগের মতো উজ্জ্বল নয়—এমনটি প্রতিফলিত হয়েছে যুক্তরাষ্ট্রে চলমান দুটি গুরুত্বপূর্ণ অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে। এসব মামলায় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা স্বীকার করেছেন, তাদের জনপ্রিয় পণ্যগুলোর প্রভাব ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।
ফেসবুকের জনপ্রিয়তায় ধস
মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ আদালতে বলেন, ব্যবহারকারীরা এখন আর আগের মতো ফেসবুকে বন্ধু যোগ করছে না বা ব্যক্তিগত পোস্ট দিচ্ছে না। বরং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে সরাসরি মেসেজ ব্যবহারের প্রবণতা বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ সালে যেখানে ৭১% টিনএজার ফেসবুক ব্যবহার করত, সেখানে ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২%-এ। বর্তমান তরুণ প্রজন্মের আগ্রহ এখন টিকটক ও ইনস্টাগ্রামের রিলস ঘিরে।
গুগল সার্চের ব্যবহার কমছে
অ্যাপলের সার্ভিস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ আদালতে জানান, তাদের ডিভাইসে গুগলে সার্চ করার হার কমে যাচ্ছে। ব্যবহারকারীরা এখন প্রশ্নের উত্তর জানার জন্য বেশি ব্যবহার করছেন চ্যাটবট ও এআই টুল। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পূর্বাভাস বলছে, ২০২৬ সালের মধ্যে সার্চ ইঞ্জিনের ব্যবহার ২৫% পর্যন্ত কমে যেতে পারে।
আইফোনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন
এডি কিউ বলেন, ভবিষ্যতে আইফোন হয়তো আর দরকার হবে না। তার মতে, স্মার্ট চশমা বা এআই-নির্ভর হ্যান্ডস-ফ্রি প্রযুক্তিই প্রযুক্তির নতুন ভবিষ্যৎ। ইতিমধ্যেই অ্যাপলের ৩,৫০০ ডলারের ‘ভিশন প্রো’, মেটার ‘রেব্যান স্টোরিজ’ এবং গুগলের একাধিক প্রকল্প সেই ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।
প্রযুক্তির নতুন দিগন্তে পদার্পণ
মার্ক জুকারবার্গের ভাষায়, “আমরা এমন এক জগতে যাচ্ছি, যেখানে মোবাইল ফোন নয়, বরং স্মার্টগ্লাস ও হোলোগ্রামই হবে ডিজিটাল সংযোগের নতুন মাধ্যম।” অর্থাৎ প্রযুক্তির পরবর্তী ধাপ হতে যাচ্ছে এমন এক বাস্তবতা, যেখানে এআই ও অগমেন্টেড রিয়েলিটি থাকবে সবচেয়ে বড় ভূমিকায়।
টিকে থাকার লড়াই
সামাজিক যোগাযোগ, সার্চ ইঞ্জিন ও স্মার্টফোন—এই তিন ক্ষেত্রেই গুগল, মেটা ও অ্যাপলের দীর্ঘকালীন আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। এসব প্রতিষ্ঠান এখন নতুন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে, যেন তারা আবার প্রযুক্তি দুনিয়ায় পরবর্তী বড় আবিষ্কারের মাধ্যমে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।