প্রযুক্তির জগতে ডার্ক ওয়েব ইন্টারনেট নিয়ে মানুষের যথেষ্ট কৌতূহল রয়েছে। ডার্ক ওয়েব সম্পর্কে মানুষ মূলত যেটা ভাবে সবসময় সেটা সঠিক নয়। এ ইন্টারনেট অ্যাক্সেস করতে হলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। সাধারণত ডার্ক ওয়েব নিয়ে মানুষ যেসব ভুল ধারণা পোষণ করে থাকে তা নিয়ে আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে।
মানুষ মনে করে ডার্ক ওয়েব শুধুমাত্র খারাপ কাজ করার জন্য ব্যবহার করা হয়। অনেকে এটাও ভাবেন যে অপরাধ সংগঠন করার দরকার হলে ডার্ক ওয়েব হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু ডার্ক ওয়েব আপনি অনেক ভাল কাজে ব্যবহার করতে পারেন। বিভিন্ন কনটেন্ট এরা নির্ভুলতা যাচাই করার জন্য ডার্ক ওয়েবের ব্যবহার করা হয়ে থাকে।
তবে এটা সত্য যে ডার্ক ওয়েব এর মধ্যে কিছু উস্কানিমূলক কনটেন্ট বা সাইটে রয়েছে। এগুলো আবার বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জব্দ করে থাকে। তবে সবাই এসব সাইটের মধ্যে এক্সেস পায়না।
তবে আপনি যদি ডার্ক ওয়েব এর মধ্যে প্রবেশ করেন তাহলে আপনার কম্পিউটার বা ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে। এজন্য শুধুমাত্র বেসিক লেভেলের ধারণা নিয়ে ডার্ক ওয়েব এর মধ্যে প্রবেশ করা উচিত নয়। ডার্ক ওয়েব এর মধ্যে নিরাপদ নয় এ ধরনের সাইটের সংখ্যা বেশি।
বিটকয়েন এমন একটি জনপ্রিয় কারেন্সি যার কথা সবাই শুনেছে। এমনকি বিভিন্ন মুক্তিপণ হিসেবে বিটকয়েন ব্যবহার করা হয়ে থাকে। ডার্ক ওয়েব সাইটের মধ্যে লেনদেনের ক্ষেত্রে বিটকয়েন খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
সবাই মনে করে যে ডার্ক ওয়েব এর মধ্যে প্রবেশ করা অবৈধ বা তা আইন বিরোধী কাজ। প্রকৃতপক্ষে তা সঠিক নয়। আপনার দরকার হলে আপনি অবশ্যই এখানে প্রবেশ করতে পারেন। তার জন্য আপনাকে আইনি ঝামেলায় পড়তে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।