জুমবাংলা ডেস্ক : নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বিমানের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হবে। সেখানে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে, শুক্রবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে প্রশ্নফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। এ ঘটনায় কোনো বিমানকর্মী জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক যাহিদ হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।