নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিলেন কোহলি

নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিলেন কোহলি

আগের মতো আর ফর্ম নেই বিরাট কোহলির।প্রায় দু-বছর ধরে তিনি সেঞ্চুরি পাচ্ছেন না। সেই ২০১৯ সালের ইডেনের পিঙ্ক বল টেস্টে শেষ বার শতরান এসেছে। তার পর আর তিন অঙ্কের রানের দেখা পাননি কোহলি।

রান না পাওয়ায় নিন্দুকরা তাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন। তবে বিরাট কোহলি সে সবে কর্ণপাতও করছেন না। কেপটাউনের তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারত অধিনায়ক বলছেন, বড় রান না পাওয়া নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। কাউকে কিছু প্রমাণ করার নেই তার।

মঙ্গলবার থেকে কেপটাউনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট। সোমবারের ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে কোহলির দিকে উড়ে আসে তার ফর্ম নিয়ে প্রশ্ন।

নিন্দুকদের সব প্রশ্নের জবাব দিলেন কোহলিতার উত্তরে কোহলি বলেছেন, এটাই তো প্রথমবার নয়। আগেও খারাপ ফর্ম গিয়েছে আমার। রান পাইনি। এটাই তো বাস্তব। বাইরের পৃথিবী আমাকে যেভাবে দেখে, আমি নিজেকে সেভাবে দেখিই না। আমি নিজেই আমার একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছি। সেই নিরিখেই আমাকে বিচার করা হয়। দলের জন্য কিছু করতে পারলে সবার থেকে আমার বেশি ভাল লাগে। গর্ব বোধ হয়। যে দিকে আমরা পরিচালিত করতে চাই খেলাধুলোয় সব সময় তা হয় না। কিন্তু উপলব্ধি করেছি গতবছর ব্যাটার হিসাবে বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সঙ্গে আমিও জড়িত।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি কাউকে আমার প্রমাণ করার কিছু নেই। আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে এই বিশ্বই আমার বিচার করবে।

সেঞ্চুরিয়নে জেতার পরে জোহানেসবার্গে ভারত হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে সিরিজ এখন ১-১। জোহানেসবার্গে মাঠে বল গড়ানোর আগে জানা যায় পিঠের ব্যথায় কাবু কোহলি খেলতে পারবেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল।

ইতিহাস গড়া পারফরম্যান্সে ডিসেম্বরের সেরা এজাজ প্যাটেল

দ্বিতীয় টেস্টে নামতে না পারার জন্য কোহলি নিজেকে অপরাধী বলেই মনে করেন। তবে তৃতীয় টেস্টে তিনি নামতে পারবেন। সম্পূর্ণ ফিট তিনি।