স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এর পরবর্তী সভায় স্বার্থ সংঘাত নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারেন সভাপতি সৌরভ গাঙ্গুলি। এমন গুঞ্জন দেশটির গণমাধ্যমে।
গত বছরের অক্টোবরে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেন দেশটির সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি। এরপর কাজ দিয়ে আলোচনায় আসলেও, তার বিরুদ্ধে ছিল সমালোচনাও। তারই একটি স্বার্থ সংঘাতের।
সাম্প্রতিক কিছু কাজের কারণে আবারও গণমাধ্যমে তিনি আলোচনায়। আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন গাঙ্গুলি, এমন আভাস পাওয়া গেছে।
বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরও বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন সৌরভ। সম্প্রতি সেটা অনেকটাই বেড়েছে। ক্রিকেটারদের তুলনায় তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। তবে ভারত ক্রিকেট দলের স্পন্সরদের সাথে সাংঘর্ষিক হওয়ায় বেঁধেছে যত বিপত্তি।
মাই ইলেভেন সার্কেল নামের একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ গাঙ্গুলী। অন্য দিকে আইপিএলে টাইটেল স্পন্সর ‘ড্রিম ইলেভেন’। যা বিসিসিআইয়ের স্বার্থ বিরোধী। ড্রিম ইলেভেন এ নিয়ে কথা না বললেও ক্ষুব্ধ বোর্ড কর্তারা।
সম্প্রতি গাঙ্গুলী একটি শিক্ষামূলক অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে বাইজুস ভারতীয় দলের মূল স্পন্সর।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বোর্ড কর্তাদের অনেকেই মনে করেন, সভাপতি কোন নীতিমালার তোয়াক্কা না করেই ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত। সংবাদমাধ্যম জানিয়েছে, সভায় ১০ জনেরও বেশি বোর্ড সদস্য সৌরভের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ তুলতে পারেন। শেষপর্যন্ত হয়তো ব্যক্তিগত স্পন্সরদের সঙ্গে চুক্তি বাতিল করতে হতে পারে গাঙ্গুলিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।