আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে পারস্য সভ্যতা জ্ঞান-বিজ্ঞানের যে উন্নতি শিখরে পৌঁছেছিল, এর দিকে একটু নজর দিলে আমাদের অবাক হতে হয়। বর্তমান বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল-বিজ্ঞানে নানাবিধ জিনিসের উদ্ভব হয়েছিল প্রাচীন পারস্যের সব্যসাচী রূপকারদের হাত ধরে। প্রাচীন পারস্য সভ্যতার এমন যুগান্তকারী কিছু আবিষ্কার নিয়েই আজকের আয়োজন।
‘ইয়াখছাল‘ হলো প্রাচীন এক শীতলীকরণ পদ্ধতি (স্থাপনা), যেখানে বাষ্পীভবন পদ্ধতি অনুসরণ করা হতো। কাঠামোটিতে শীতল বাতাস প্রবেশ করা হত এবং ভেতরের অংশ তৈরি ছিলো ফাঁপা অংশ দিয়ে। এর মোচাকৃতির গঠন দিয়ে গরম তাপ বেরিয়ে যেত। এর আসল কাজ ছিল বরফ সংরক্ষণ করে রাখা। বরফের পাশাপাশি একে আজকের দিনের মতো খাবার সংরক্ষণেও ব্যবহার করা হতো।
প্রাচীন পারস্যে ব্যাটারি তৈরি করা হতো খ্রিষ্টপূর্ব ২৫০ অব্দের দিকে। ব্যাটারিটি সচল হওয়ার পর প্রায় ১.৫ থেকে ২.০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হয়। বাগদাদ এর এ ব্যাটারির মূল রহস্যের সমাধান এখনও পুরোপুরি হয়নি।
কৃত্রিমভাবে প্রথম সালফিউরিক এসিড তৈরির কৃতিত্ব আছে পারস্যের যশস্বী রসায়নবিদ আবু বকর মুহাম্মদ ইবনে জাকার্তা আল-রাজির দখলে। সালফিউরিক এসিডের অহরহ ব্যবহার আজ চারপাশে দেখা যায়। রসায়নে বিশেষ অবদান ছাড়াও তিনি প্রতিভার সাক্ষর রাখেন জ্যোতির্বিজ্ঞান, গণিতশাস্ত্র, ভূগোলবিদ্যায়।
বিশ্বে প্রথম নিয়মিত ডাক ব্যবস্থা প্রাচীন ইরানে শুরু হয়েছিল বলে নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে। সরকারি নথিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য ডাক ব্যবস্থার প্রচলন ছিলো। রাচীন এই ডাক পরিষেবাতে ‘চাপার’ নামে একটি প্রক্রিয়া ব্যবহার করা হতো। এই প্রক্রিয়ায় বার্তাবাহকরা ঘোড়ার পিঠে ডাক বহন করে তা রিলে স্টেশনে পৌঁছে দিত। এই রিলে স্টেশনগুলোর সাথে আজকের দিনের ডাকঘরের মিল পাওয়া যায়।
৫৩৯ খ্রিস্টপূর্বাব্দে ব্যবিলন শহর জয় করে সম্রাট সাইরাস দ্য গ্রেটের সেনাবাহিনী। তখন সাইরাস দ্য গ্রেট ক্রীতদাসদের মুক্ত করে দেওয়ার পাশাপাশি জাতিগত সমতা প্রতিষ্ঠা করে মানুষকে তাদের নিজস্ব ধর্ম বেছে নেওয়ার অধিকার দেন। এর মাধ্যমে প্রমাণ হয় যে, মানবাধিকারের শিকড় গাড়া আছে প্রাচীন পারস্যে।
প্রাচীন পারস্য সভ্যতায় কর প্রদানের প্রমাণ পাওয়া যায়। সাইরাস সেকেন্ড দ্য গ্রেট এবং ক্যাম্বাইসেসের রাজত্বকালে করের বদলে উপঢৌকন রীতির চল ছিল। যে কর দিতে পারবে না, সে এর সমপরিমাণ বা কাছাকাছি মূল্যের উপঢৌকন প্রদান করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।