দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।
ডিপিই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) গত ৯ জানুয়ারি ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন আবেদনকারী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।
অধিদপ্তর জানিয়েছে, জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সহায়তায় পরীক্ষা কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অপরাধে ২ শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও মামলার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অনিয়ম বা প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ১১ জানুয়ারি প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে একটি স্মারকলিপি দাখিলের প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করা হয়। উত্থাপিত অভিযোগের ব্যাপারে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কোনো সত্যতা পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ
‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া মানেই শহিদের রক্তের সঙ্গে বেইমানি: নৌ-পরিবহন উপদেষ্টা
মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জেলা থেকেই অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় এখন দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


