প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন আব্দুস সামাদ

জুমবাংলা ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের মোঃ আব্দুস সামাদ।

রবিবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

মোঃ আব্দুস সামাদ সদ্য বিদায়ী মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত’র স্থলাভিষিক্ত হয়েছেন। আব্দুস সামাদ সরকারের একজন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ২৩ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে বদলি করে মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।

জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে