জুমবাংলা ডেস্ক : সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ জানিয়েছেন আগামী চার মাসে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১০ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। এ ধারাবাহিকতায় আগামী মার্চে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের সূত্র বলছে, লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ মার্চ। অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মণিষ চাকমা গণমাধ্যমকে জানান, তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা ২২ মার্চ হতে পারে। শিগগিরই তারিখ চূড়ান্ত করে জানানো হবে বলেও জানান তিনি।
এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বিভাগওয়ারি নিয়োগ দেয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেয়া হচ্ছে। তৃতীয় ধাপের পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরিপ্রার্থীরা অংশ নেবেন।
গত বছর ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন গ্রহণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী।
প্রথম পর্বের (বরিশাল, সিলেট ও রংপুর বিভাগ) পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষা চলমান। পরে ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী ও ময়নমনসিংহ বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ২২টি জেলা শহরে এক ঘণ্টার এ পরীক্ষা দিয়েছেন ৪ লাখেরও বেশি চাকরিপ্রার্থী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।