সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সৃষ্ট শূন্য পদে নতুন করে সহকারী শিক্ষক নিযোগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্ট মাসে এজন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে সূত্রের বরাত।নতুন নীতিমালায় প্রাথমিকে নিয়োগ সম্পন্ন করা হবে। সে মোতাবেক স্নাতক পাস ছাড়া কারোর আবেদনের সুযোগ থাকছে না। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন সাংবাদিকদেরকে বলেন, ২৬ হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রস্তুত করতে প্রাথমিকের মহাপরিচালককে বলা হয়েছে। শিগগিরই নতুন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবো।প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ সাংবাদিকদেরকে বলেন, এ মাসের শেষে বিজ্ঞপ্তি চূড়ান্ত করার চেষ্টা করছি। করোনার কারণে কাজে সমস্যা হচ্ছে। এ মাসে না পারলে পরের মাসে যেতে হবে।’সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



