কম বৃষ্টি, অতিবৃষ্টি, ঝড়, তুফান, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা ভালোভাবে পরিচিত। তবে এই পৃথিবীর বুকে এমন এক শহর রয়েছে যেখানে নয়শত বছর ধরে কোন বৃষ্টি হয় না। ধারণা করা হচ্ছে শহরটি বিশ্বের অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনের ফল প্রত্যক্ষ করছে। এর শহরটি হচ্ছে পেরুর রাজধানী লিমা।
৯০০ বছর ধরে বৃষ্টি না হওয়ার ফলেও ভালোভাবে টিকে আছে রাজধানী লিমা। অনেকে এটিকে ’আশ্চর্য শহর’ হিসেবে অভিহিত করে থাকেন। প্রশান্ত মহাসাগর ও আন্দিজ পর্বতমালার মাঝে এটি অবস্থিত। এ শহরের নিজস্ব সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে।
এটি পেরুতে বৃষ্টিহীন শহর হিসেবেই পরিস্থিত। পুরো বছরের 7.6 মিলিমিটারের কম বৃষ্টিপাত হওয়ার কারণে তা বৃষ্টিহীন শহর হিসেবে বিবেচিত হয়। কেননা এটি বৃষ্টি না হওয়ার সমান। এত দীর্ঘ সময় ধরে এ শহরে কোন বজ্রপাত বা অতিবৃষ্টি দেখেনি।
বিশেষজ্ঞরা শহরের ভৌগলিক অবস্থানকে বৃষ্টি না হওয়ার পেছনের কারণ হিসেবে দায়ী করছেন। পেরুর রাজধানী লিমা থেকে সাহারা মরুভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। আপনি এটিকে বিশ্বের সবথেকে শুষ্ক অঞ্চল হিসেবে ভাবতে পারেন।
বৃষ্টি না হওয়ায় এখানে সতেজ এবং সবুজ গাছপালা দিব্যি দাঁড়িয়ে আছে যা আশ্চর্য হওয়ার মতই। শহরটি সারা বছর শীতল ও কুয়াশাচ্ছন্ন থাকে। ঠান্ডার সময় তাপমাত্রা 16 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। গরমের সময় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না।
বৃষ্টি না হওয়ার ফলে শহরের অধিকাংশ বাড়িতে ছাদের দেখা মিলে না। তার পাশে সমুদ্র অবস্থিত হওয়ায় পানি নিয়ে কোন সমস্যা হয় না। এ শহরের মোট জনসংখ্যা ৯০ লাখ। এখানে জাপানি বংশের লোকের বাস সবচেয়ে বেশি। পাশাপাশি ইউরোপের বংশের লোকজন এখানে বাস করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।