Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি প্রাথমিক চিকিৎসার পরীক্ষার জন্য গত বুধবার রাতে হাসপাতালে কাটানোর পর উইন্ডসর ক্যাসলে ফিরে গেছেন। এমনটিই জানিয়েছে বাকিংহাম প্যালেস।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে যান ৯৫ বছর বয়সী রানি।
বুধবারে উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিল রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করেছেন।
চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেন জানিয়েছে, কিছুদিন ধরে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। রানি কিছু প্রাথমিক চিকিৎসার জন্য বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আজ (গতকাল) দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। তার মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে।
তথ্যসূত্র: বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।