বানসুরি এম ইউসুফ: ভেরী লজিক্যাল এক্সপ্লেনেশন দেখলাম। দেশভাগের সময় যেখানে সংখ্যালঘুর পারসেন্টেজ ছিল ২৯.৭%, সেইটা বর্তমানে ৯.৭%। অর্থাৎ ২০% কমেছে। বর্তমান ১৬/১৭ কোটির হিসেবে ২০% দাঁড়ায় কমবেশ ৩৭ মিলিয়ন।
এই হিসেব বহু আগেই করা। এগুলোর বিপরীতে পরিত্যাক্ত, অর্পিত, ক তফশীল খ তফশীল ইত্যাদির উদাহরণ টানা হয় বা টানা যেতে পেরে। যেটা প্রমাণ করে যে ২০% লোক দেশান্তরী হয়েছেন।
সবই ঠিক আছে। হিসেবে ভুল দেখি না। কিন্তু কনসেপশনে ভুল আছে। এই ২০% এর সিংহভাগ ভারত গিয়েছেন দেশভাগের পর পাকিস্তান আমলে। এবং সেই যাওয়ার পেছনে যদি কাউকে দায়ী করতে হয়, আবশ্যিকভাবে তা হল দ্বিজাতিতত্ত্ব।
ধর্মভিত্তিক দেশভাগের পর যারা যেই দেশকে সেইফ মনে করছেন, চলে গেছেন, কিংবা আসছেন। এগুলোকে বর্তমান হিসেবে এনে তালগোল পাকালে বরং বর্তমান পরিস্থিতিকে খাটো করা হয়।
আমিতো মনে করি, ততকালীন চলে যাওয়াটাই বরং বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। পারসেন্টেজ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। অনেকেই স্বাভাবিকভাবেই পূর্বপুরষদের পদাঙ্ক অনুসরণ করছেন, স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়।
বরং তখন যদি ম্যাসিভ আকারে ভারত না গিয়ে সেই ২৯.৭% বজায় থাকতো, বর্তমানে এই পারসেন্টেজ আরো বৃদ্ধি পেতো।
সেক্ষেত্রে সংখ্যাগুরু, সংখ্যালঘুর নামে এসব ক্যাচাল শুনতে হতো না, ব্যালেন্স থাকতো।
বানসুরি এম ইউসুফ : দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।