বিনোদন ডেস্ক : গেম অব থ্রোনস তারকা সোফি টার্নার কন্যাশিশুর মা হলেন। বুধবার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।
শোবিজ সাইট টিএমজি জানায়, করোনার মধ্যে বাবা-মা হতে পেরে দারুণ আনন্দিত সোফি ও তার স্বামী সঙ্গীত তারকা জো জোনাস।
নতুন অতিথির আগমনে বেশ উচ্ছ্বসিত জোনাস পরিবার। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এই পরিবারের সদস্য। তিনি বিয়ে করেন সঙ্গীত তারকা নিক জোনাসকে, যিনি জো জোনাসের ভাই।
নতুন এই শিশুর রাখা হয়েছে উইলা। এই নামের সঙ্গে রয়েছেন গেম অব থ্রোনস শোর সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে।
এই সিরিজের পঞ্চম মৌসুম ও অষ্টম মৌসুমের দুটি চরিত্রের নাম থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম দেওয়া হয়েছে।
২০১৬ সালে সোফি ও জো জোনাস প্রেমে পড়েন। পরের বছর আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা দেন তারা এবং অক্টোবের বাগদান সাড়েন।
২০১৯ সালের পয়লা মে লাস ভেগাসে বিয়ের পিঁড়িতে বসেন তারা। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে সোফি মা হতে যাওয়ার বিষয়টি প্রথম ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।