বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে স্বামী নিক ও পরিবারের অন্যান্যদের সঙ্গে নিজের ৩৭তম জন্মদিন পালন করার সময় ধূমপান করতে দেখা যায় দেশি গার্লকে। পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কার ধূমপান করার সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তোপের মুখে পড়েন এই বলিউড সুন্দরী।
এরপর ‘আসাম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ প্রিয়াঙ্কার নাম প্রস্তাব করা হয়। কিন্তু এতেও বাধ সাধেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ওই ঘটনায় তারা এতটাই ক্ষুব্ধ যে এ পদে প্রিয়াঙ্কার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। প্রিয়াঙ্কার বদলে সোনাজয়ী অ্যাথলেট হিমা দাসকে আসাম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জোর দাবি জানান সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা নিয়ে তাকে আক্রমণ করে এক নেটিজেন লিখেছেন, ‘আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। ধূমপান ও ফূর্তি করে সময় না কাটিয়ে আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো উচিত।’
কেউ আবার লিখেছেন, ‘আপনি আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যই নন।’ পরে অবশ্য সমালোচনার মুখে পড়ে দেরিতে হলেও সবাইকে আসামবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এদিকে আসামের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সোনাজয়ী অ্যাথলেট হিমা দাস। তিনি তার সাধ্যমত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন এবং অন্যান্যদেরও বন্যা বিধ্বস্ত আসামের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।