৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘ওরা ৭ জন’

ওরা ৭ জন

বিনোদন ডেস্ক : খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা ‘ওরা ৭ জন’ আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। গতকাল নির্মাতা খিজির হায়াত খান বিষয়টি নিশ্চিত করছেন।
ওরা ৭ জন
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ওরা ৭ জন।’

এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খিরিজ হায়াত খানকে। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, নাফিস আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান।

এই ছোট্ট ছেলেটি আজ বলিউডের রাজা, নিজের হাতেই গড়েছেন নিজের সাম্রাজ্য