বিনোদন ডেস্ক : খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন। তাই মা হওয়ার আগের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন অ্যামি। প্রেগন্যান্ট অবস্থাতে অভিনেত্রীর নানা ফটোশুট সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে নেটিজেনদের। এবার যোগ ব্যায়াম অবস্থায় কিছু ছবি পোস্ট করলেন তিনি। সেই ছবি ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
গ্রে আউটফিটে পদ্মাসনে বসে যোগাভ্যাস করছেন ২৭ বছরের অ্যামি। তাঁর চোখ-মুখ থেকে জেল্লা একেবারে ফেটে বের হচ্ছে। বিনা মেকআপে অপূর্ব সুন্দরী লাগছে অ্যামিকে। সেই যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নীচে লেখেন, শরীর, মন ও আত্মাকে অ্যাক্টিভ করে তুলছি। সেই ছবি পোস্ট হওয়ার পর থেকে ভাইরাল। ৩ লাখ লাইক পড়েছে তাতে। সুন্দর সুন্দর কমেন্টও করেন অনেকে।
৩৪ সপ্তাহের প্রেগন্যান্ট অ্যামি। ফিঁয়ান্সে জর্জ পানায়িতো এবং তিনি এখন প্রথম সন্তানের অপেক্ষায়। চলতি বছর মার্চ মাসে মা হওয়ার খবর দেন অ্যামি। লেখেন, ছাদে উঠে চিৎকার করে সবাইকে খবরটা দিতে চেয়েছিলাম। কিন্তু এমন সুখবর দেওয়ার জন্য মাদারস ডে’র থেকে ভাল দিন আর হয় না। তারপর থেকেই জর্জ এবং তিনি নতুন অতিথির অপেক্ষায়। অ্যামি জানান, ছোট্ট লিব্রাকে দেখার আর তর সইছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।