নিহত আফসানার চাচা জামাল হাওলাদার জানান, গত ২০২০ সালে নয়ন নামে একটি ছেলের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আফসানার বিয়ে হয়। পরে তার সঙ্গে সম্পর্কে অবনতি ঘটলে ওই বছর শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে ভাণ্ডারিয়া পৌরশহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদিপ্রবাসী সজিবের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু কিছু দিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে আফসানা আত্মহত্যার পথ বেছে নেন।
আফসানার ছোট ভাই আফ্রিদী হাওলাদার জানান, তার বোন মানসিক চাপে আত্মহত্যা করেছে।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুরে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।