জুমবাংলা ডেস্ক : প্রেমিকার ধারের টাকা পরিশোধে করার জন্য ছিনতাই করতে গিয়ে হত্যা করা হয় নাটোরের সার ব্যবসায়ী অরুণ শর্মাকে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা জানান অভিযুক্ত কলেজ ছাত্র আল আমিন।
সোমবার (৩০ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।
লিটন কুমার বলেন, আইপিএলের জুয়ায় অংশ নিয়ে ২০ হাজার টাকা হেরে যান আসামি আল আমীন। তিনি তার প্রেমিকার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে জুয়ার টাকা পরিশোধ করেন।
তিনি বলেন, প্রেমিকার কাছ থেকে নেয়া ধারের টাকা শোধ করতেই ছিনতাইয়ের পরিকল্পনা করে আলামিন। সে মোতাবেক সার ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যা করে দুই লাখ ৪০ হাজার টাকা টাকা ছিনতাই করে সে। পরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের দুই লাখ টাকাসহ আলামিনকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নলডাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।