প্রেমিকার সঙ্গে হৃতিকের রোমান্স ভাইরাল

হৃতিক

বিনোদন ডেস্ক: প্রেমিকা সাবার সঙ্গে ছুটি কাটাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। তাদের নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে। বর্তমানে এই যুগল আর্জেন্টিনায় রয়েছেন। একান্ত সফর থেকেই নিজের সোশ্যালে ছবি শেয়ার করেছেন সাবা।

হৃতিক

সাবার সেলফিতে দেখা গেছে, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের একটি রোস্তোরাঁয় বসে আছেন তারা। ছবি পোস্ট করে প্রেমিককে বিশেষ তকমাও দিয়েছেন তিনি।

কালো টি-শার্ট, মাথায় টুপি, খাবারের টেবিলে গাল হাত দিয়ে বসে রয়েছেন হৃতিক ৷ বয়ফ্রেন্ডের এই ছবি পোস্ট করে সাবা লেখেন আমার ‘হিপো হার্ট’৷

গ্রিক গডের খোশমেজাজী ছবি ভক্তদের মন জয় করে নিয়েছে। সোশ্যালে এখন তা ভাইরাল।

বেশ কয়েকবছর ধরেই সাবার সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক রোশন। আগে লুকোছাপা থাকলেও এখন পুরোটাই ওপেন। অন্যদিকে সুজানের সঙ্গেও দারুণ সম্পর্ক রয়েছে অভিনেতার। তারা এখনো ভীষণ ভাল বন্ধু। সন্তানের দায়িত্বও তারা একসঙ্গে পালন করেন।

নায়িকা মাহিয়া মাহির রহস্যময় ফেসবুক পোস্ট