আত্মহত্যা করা ওই যুবকের নাম মো. ইব্রাহীম। পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা গ্রামের হাজী খোকন মিয়ার ছেলে মো. ইব্রাহীম কামারগাঁও গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
প্রেমে ব্যর্থ হয়ে ইব্রাহীম কামারগাঁও গ্রামে বুধবার সন্ধ্যায় প্রেমিকার বাড়ির কাছাকাছি নির্জন জায়গায় গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
ইব্রাহীম মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যায়ন থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) শরিফ হোসেন বলেন, কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।