প্রেমের টানে নাঈমকে বিয়ে করতে জার্মানির মারিয়া ছুটে এসেছেন সিলেটে
জুমবাংলা ডেস্ক : জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারিয়া বাংলাদেশে নাঈমের প্রেমের টানে ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। তাদের রাজকীয় বিয়ে হয়েছে শুক্রবার (৫ জানুয়ারি)।
পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার নাঈমের পুরো নাম আব্রাহাম হাসান নাঈম। সে বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে।
এই বিয়ে ঘিরে পুরো জেলার মানুষের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। মারিয়াকে একনজর দেখতে উৎসুক লোকজন প্রতিদিনই ভিড় করছেন নাঈমের বাড়িতে।
পরিবার সূত্রে জানা গেছে, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় নাঈমের। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দু’জনের মধ্যে। এরপর উভয় পরিবার বিয়ের সিদ্ধান্তে আসে। নাঈমকে প্রথমে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন মারিয়া। তাতে রাজি না হওয়ায় গত ২৩ ডিসেম্বর প্রেমিক নাঈমের কাছে ছুটে আসেন মারিয়া। এরপর মুসলিম ধর্মমতে দু’জনের বিয়ে হয়।
এ উপলক্ষে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। আমন্ত্রণ জানানো হয় শ্রীধরপুরসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। এই আয়োজনে অংশ নিতে পেরে সবাই খুব খুশি।
আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতেন বলেন, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি পিএইডি গবেষণা করছেন। শিগগিরই তার বাবা-মা জার্মানি থেকে বাংলাদেশে আসবেন।
নবদম্পতি বলেন, সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারি। সে জন্য সবার দোয়া চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।