Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home প্রেমের টানে ঢাকায় এসে প্রতারিত অস্ট্রেলিয়ার তরুণী, তবে বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ
    জাতীয়

    প্রেমের টানে ঢাকায় এসে প্রতারিত অস্ট্রেলিয়ার তরুণী, তবে বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ

    March 10, 20223 Mins Read

    জুমবাংলা ডেস্ক : অনলাইন ডেটিং অ্যাপে পরিচয় তাঁদের। সেই পরিচয় থেকে প্রেম। সেই সূত্রে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার তরুণী কেইলাহ জেন সোমার্স (২৪)। কিন্তু প্রতারণার শিকার হয়ে এখন প্রায় নিঃস্ব তিনি।

    কেইলাহর ভাষ্য, তিনি নাইজেরিয়ার তরুণ জর্জ একপুনবির টানে ঢাকায় আসেন। সেই জর্জ তাঁকে নির্যাতন করেছেন। শেষে তাঁর ব্যাগ থেকে ডলার চুরি করে পালিয়েছেন।

    কেইলাহ অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা। আর জর্জ ঢাকার মিরপুর ডিওএইচএসে থাকতেন। ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করেন বলে পরিচয় দিয়েছিলেন কেইলাহকে।

    কেইলাহর সঙ্গে কথা বলে জানা যায়, জর্জের ডাকে সাড়া দিয়ে গত ৩০ নভেম্বর তিনি ঢাকায় আসেন। মিরপুর ডিওএইচএস এলাকায় জর্জের ভাড়া বাসায় ওঠেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকায় আসার কিছুদিনের মধেই জর্জের আচরণ বদলে যেতে থাকে। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বাসা ভাড়া থেকে শুরু করে খাওয়া, ঘোরাঘুরিসহ সবকিছুর খরচই কেইলাহকে দিতে হয়েছে। অস্ট্রেলিয়া থেকে সঙ্গে আনা ১০ হাজার ডলারের বেশিরভাগই এভাবে খরচ হয়ে যায়।

    কেইলাহ বলেন, এর মধ্যে তিনি বুঝতে পারেন জর্জ আসলে কোনো কাজ করেন না। এমনকি বাংলাদেশে তার ভিসার মেয়াদও অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব বিষয়ে জানতে চাইলে জর্জ খারাপ ব্যবহার করতে শুরু করে। একপর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করে। পরে ১৪ ফেব্রুয়ারির আগে জর্জ বাসা ছেড়ে অন্য কোথাও চলে যায়। আর যাওয়ার সময় তাঁর ব্যাগে থাকা প্রায় দেড় হাজার ডলার চুরি করে নিয়ে যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি জর্জের বাসা থেকে বেরিয়ে আলাদা থাকা শুরু করেন।

    কেইলাহ বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়া ফিরে যাবো। সেই ভাবনা থেকে ঢাকায় অস্ট্রেলিয়ার দূতাবাসে যোগযোগ করি। তারা বিমানভাড়া ও যাতায়াত খরচ বাবদ আমাকে আড়াই হাজার ডলার ঋণ দেয়। কিন্তু এরপর আমি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। বর্তমানে দূতাবাসের দেওয়া লোনের অর্থ দিয়েই আমি চলছি। ‘ তিনি আরো বলেন, ‘দূতাবাস জানিয়েছে এরপর আর কোনো ঋণ দেওয়া হবে না আমাকে। তাই হাতে থাকা অর্থ ফুরালে কি করবো? কোথায় থাকবো? জানি না। ’

    কেইলাহর জানালেস, তাঁর বয়স যখন মাত্র ৪ বছর, তখনই তার বাবা-মার বিচ্ছেদ হয়ে যায়। এরপর সিডনিতে বাবার সঙ্গেই বড় হতে থাকেন কেইলাহ। বাবার আচরণে ক্ষুব্ধ হয়ে ১৪ বছর বয়সে ঘর ছাড়েন তিনি। এরপর একেক সময় একেক ধরনের কাজ করে নিজের জীবন চালানো শুরু করেন। এভাবে জীবন চলছিল।

    ঢাকায় এসে প্রতারণার শিকার হলেও বাংলাদেশের প্রকৃতি ও বাঙালির মায়ায় বাঁধা পড়েছেন কেইলাহ। তাই টুরিস্ট ভিসায় আসা কেইলাহ আর অস্ট্রেলিয়ায় না ফিরে এখানেই জীবনটা কাটিয়ে দিতে চান কেইলাহ। ঢাকায় আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করে কেইলাহ নাম নিয়েছেন ‘ফাতেমা আমুল‘। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি আমি। এ দেশের বেশিরভাগ মানুষের ধর্মটাকেই নিজের বলে মনে হয়েছে আমার। মুসলিম মেয়েদের মতো হিজাব পরাও শুরু করেছি। ’

    ৫০ টাকার জায়গায় ১৪৫০ টাকা নেওয়ার অভিযোগ

    জর্জের প্রতারণ বিচার চেয়ে কেইলাহ বলেন, ‘আমি চাই না সে আবার আমার জীবনে ফিরে আসুক। তাঁর বিচার হোক। কিন্তু অজানা-অচেনা দেশে একা একা কিছুই করার নেই আমার। ’

    কেইলাহ জানালেন এরইমধ্যে কয়েকটি বাংলা শব্দও শিখে ফেলেছেন। তার মধ্যে ‘জ্বি“, ‘কাও (খাও)’, ‘এই মামা’ শব্দগুলো বলে নিজেই হাসতে শুরু করলেন তিনি। হাসতে হাসতেই মজার ছলে বললেন- ‘আমাকে একটা বাঙালি ছেলে দেখে দাও প্লিজ, বিয়ে করবো।’

    অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশে ব্যবহূত জর্জের মোবাইল নাম্বারে ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে। পরে জর্জের বিষয়ে জানতে চাইলে মিরপুরে তার ভাড়া বাসার মালিক কথা বলতে রাজি হননি। তবে বাড়ির মালিকের এক আত্মীয় তাদের নাম-পরিচয় না প্রকাশের শর্তে বলেন- ‘ওই বিদেশিদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সেজন্য জানুয়ারি মাসেই বাড়ির মালিক জর্জকে বাসা ছেড়ে দিতে বলেছিলেন। তার বর্তমান অবস্থান বিষয়ে আমরা জানি না। ’

    ইলিশের কেজি ২৬০ টাকা!

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অস্ট্রেলিয়ার এসে জাতীয় টানে ঢাকায় তবে তরুণী প্রতারিত প্রেমের বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ
    Related Posts
    উপদেষ্টা পরিষদের বিবৃতি

    বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি, রয়েছে কড়া বার্তা

    May 24, 2025
    সীমান্তে বিএসএফের হাতে

    সীমান্তে বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত

    May 24, 2025
    সারজিস আলম

    সারজিসকে লিগ্যাল নোটিশ, ক্ষমা না চাইলে মামলার আল্টিমেটাম

    May 24, 2025
    সর্বশেষ সংবাদ
    GT 4
    Huawei Watch GT 4: Price in Bangladesh & India with Full Specifications
    Acer
    Acer Swift Edge 16: Price in Bangladesh & India with Full Specifications
    Rolex Timekeeping Excellence
    Rolex Timekeeping Excellence: Leading Innovation in Luxury Watchmaking
    পূর্ণাঙ্গ কর্মবিরতিতে এনবিআর-এর সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা
    খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি
    খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ
    সিটি ব্যাংকের নতুন ডিএমডি হলেন আশানুর রহমান
    উপদেষ্টা পরিষদের বিবৃতি
    বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি, রয়েছে কড়া বার্তা
    জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার : উপদেষ্টা পরিষদের বিবৃতি
    মোটোরোলা রেজর ৬০ আলট্রা
    মোটোরোলা রেজর ৬০ আলট্রা নিয়ে এল নতুন প্রযুক্তি, জানুন বিস্তারিত
    প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে নামছেন হামজা
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.