জুমবাংলা ডেস্ক : ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত এক থেকে দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে ঢাকাসহ সারা দেশে ব্যাপকভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই মামলায় অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৬ অক্টোবর নির্ধারণ করে দিয়েছেন আদালত।
আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো অবহেলা আছে কি না, অবহেলা থাকলে সেটা কার দায়, মশা নিয়ন্ত্রণে কার কী দায়িত্ব ছিল তা তদন্তে কমিটি গঠন বিষয়ে আপাতত কোনো আদেশ দেননি।
তবে আদালত বলেছেন, ‘পরবর্তীতে অবশ্যই তদন্ত কমিটি করা হবে।’
আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel