বলিউডে ফর্মুলা ছবির বাইরে আলাদা খ্যাতি রয়েছে রাজকুমার রাওয়ের। বরাবরই বাস্তবতার কাছাকাছি গল্প বেছে নেন তিনি, পেয়েছেন সাফল্যও। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবি থেকে এ তথ্য চাউর হয় যে, ‘নিউটন’-খ্যাত এ তারকা প্লাস্টিক সার্জারি করে মুখের অদল বদলেছেন।
সামনে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত আ রাহা হ্যায় সবকি আখেঁ খোলনে’ মুক্তি পেতে চলেছে। সেই খবর বাদ দিয়ে চর্চায় রয়েছে প্লাস্টিক সার্জারির গুঞ্জন।
সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট থেকে অভিনেতার একটি ছবি ভাইরাল হয়। তা দেখে অনেকেই বলছেন, সৌন্দর্য বাড়াতে নিজেকে ছুরি-কাঁচির নিচে সঁপে দিয়েছেন রাজকুমার রাও। তবে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা স্পষ্ট করে বললেন, ‘এটি প্লাস্টিক সার্জারি নয়!’ ছবিতে কারিগরির প্রভাবে এমনটা হয়েছে।
তিনি বলেন, ‘আমি বিতর্কটিতে খুব মজা পেয়েছি, সেই নির্দিষ্ট ছবিটিওও দেখেছি। সত্যি ওটা দেখে মনে হচ্ছে যেন আসল। তবে আমার অমন নিখুঁত ত্বক নেই। ওখানে তো আমাকে কে পপ তারকাদের মতো দেখাচ্ছে।’
নিজের চেহারায় বয়সের লক্ষণ স্পষ্টভাবে রয়েছে বলেও জানান তিনি। রাজকুমার বলেন, ‘আমার মুখে বলিরেখা আছে। আমি তো আর ২১ বছরের নেই। অবশ্য তখনো লোকজন আমার চেহারা নিয়ে মন্তব্য করত। আমি যখন অভিনেতা হিসেবে কাজ শুরু করি, তখন কাস্টিং, প্রোডাকশনের অনেকেই বলতেন, তুমি প্রধান চরিত্রে অভিনয় করতে পারবে না, নায়ক হতে যা লাগে তা তোমার কাছে নেই।’
ভাইরাল ছবিটিকে ‘টাচ আপ’ উল্লেখ করে মজাও করেন রাজকুমার রাও। তিনি মজা করে বলেন, ‘আমার ত্বক মোটেই অমন চকচকে নয়, যদি হতো তাহলে ভালোই হতো। ছবিটা দেখে আমার অদ্ভুত লেগেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।