প্লেস্টোরের বাইরে অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর প্রচারে সহায়তার জন্য একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে গুগল। গত সপ্তাহে অনুষ্ঠিত গুগল ডেভেলপার সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর টেকক্রাঞ্চ।
গুগলের এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের তাদের ডিভাইসে প্রি ইনস্টল করা অ্যাপগুলোর সঙ্গে পুনরায় সম্পৃক্ততা বাড়ানো। এর পাশাপাশি নতুন অ্যাপ সম্পর্কে তাদের অবগত করা। এজন্য গুগল ডেভেলপারদের তাদের অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর সঙ্গে ব্যবহারকারীদের পুনরায় যুক্ত করতে একটি নতুন এনগেজ এসডিকে চালু করছে। ডেভেলপাররা নতুন এ অফারের মাধ্যমে তাদের অ্যাপের বিষয়বস্তু ভিন্ন উপায়ে প্রচারণা করতে পারবেন।
স্পটিফাই, পিন্টারেস্ট, টিকটক, টাম্বলার এবং শপিফাইয়ের মতো বড় জনপ্রিয় অ্যাপসহ ৩৫টিরও বেশি ডেভেলপার পার্টনার এরই মধ্যে এটি পরীক্ষা করার জন্য সাইনআপ করেছে।
ডেভেলপার কনফারেন্সে গুগল এ সম্পর্কে জানায়, নতুন এনগেজ এসডিকের মাধ্যমে সঠিক সময়ে সঠিক কনটেন্ট ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়ার বিষয়ে সাহায্য করবে। এনগেজ এসডিকের সঙ্গে একীভূত করা ডেভেলপাররা তাদের আকর্ষণীয় কনটেন্ট প্রচার, ফিচার প্রদর্শন করে ব্যবহারকারীদের তাদের অ্যাপে ফিরিয়ে আনতে পারেন।
একটি ট্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ অ্যাপ কনটেন্টের হাইলাইট করে ফুল-স্ক্রিন অভিজ্ঞতা চালু করতে পারবে।
এনগেজ সারফেস থেকে ডেভেলপাররা তাদের মোবাইল অ্যাপের ভেতর নির্দিষ্ট পেজে লিংক সরবরাহ করতে পারবেন। এছাড়া এনগেজ সারফেস ব্যবহারকারীরা যেসব এখনো ইনস্টল করেননি এমন নতুন অ্যাপের কনটেন্টও দেখাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।