Advertisement
জুমবাংলা ডেস্ক : হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১২ নেতাকে আগাম দিয়েছেন আদালত।
রবিবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে আদালত এ জামিন দেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের আগের দিন গেল ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় ৩টি মোটরসাইকেল পোড়ানো হয়। এ ঘটনায় ওইদিন রাতেই পৃথক দুটি মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দুই মামলাতেই আসামি করা হয়। একটি মামলায় ৭০ জন ও অপর মামলায় ৬৫ জনকে আসামি করা হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.