ফটিকছড়ির ত্রিপুরা পল্লীতে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এসএসসি ২০০২ ও এইসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের হরিণমারা কুম্ভরাম ত্রিপুরা পল্লীতে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) এ উপলক্ষে ত্রিপুরা পল্লীতে ‘ওয়ার্ম লাভ’ ইভেন্টের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক অপু, বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ ও গ্রুপের সদস্য সোহাগ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি এই গ্রুপের সদস্য হতে পেরে গর্বিত। এই গ্রুপ প্রতি বছর ‘সাইলেন্ট স্মাইল’ ইভেন্টের মাধ্যমে ঈদ ও দূর্গাপূজায় এতিম ও অনাথ শিশুদের মাঝে নতুন কাপড়, শিক্ষা উপকরণ, খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে। ‘ওয়ার্ম লাভ’ ইভেন্টের মাধ্যমে প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে। পাশাপাশি বিনামূল্যে হেলথ ক্যাম্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমি নিজেও আগামীতে এই গ্রুপের এসব কাজের পাশাপাশি থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করবো।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য অর্নব বড়ুয়া, ফয়সাল অভি, আরিফ রনি, জিকু চৌধুরী, ইয়াছিন, শীলা তাহের, ওয়াহিদ ইমন, জনি ঘোষ, সরোয়ার, জেসি, সাঈদ, এলিট, দেলোয়ার, হাসিব, জসীম ও ফারুখসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএসসি ২০০২ ও এইসএসসি ২০০৪ ব্যাচের নিয়মিত ইভেন্ট ওয়ার্ম লাভ। এই ইভেন্টের মাধ্যমে এ বছর সারাদেশে অসহায় শীতার্তদের মাঝে বিশ হাজার কম্বল বিতরণ করা হবে।