বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা অর্জুন কাপুরের ছবি তুলতে গিয়ে সম্প্রতি ঝুঁকি নিয়েছিলেন এক চিত্রগ্রাহক। অল্পের জন্য সেই দুর্ঘটনা থেকে তাকে বাঁচালেন স্বয়ং ক্যাটরিনাই।
Advertisement
চিত্রগ্রাহক ক্যামেরা তাক করে পিছনের দিকে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় পৌঁছে যান। তখন একটি গাড়ি আসছিল। সঙ্গে সঙ্গে ক্যাটরিনা চেঁচিয়ে উঠে বলেন, এক সেকেন্ড, এক সেকেন্ড। বলেই তিনি হাত দেখিয়ে সেই চিত্রগ্রাহককে সরে যেতে বলেন।
অর্জুনও বলেন, আরে সামলে! চিত্রগ্রাহক ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী হতে দেরি করেননি। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ওকে ওকে! সরি সরি! ইনস্টাগ্রামে এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তে। ক্যাটরিনার এই তৎপরতাকে তাঁর ভক্তরা প্রশংসাও করেছেন।
এক ভক্ত ক্যাটরিনা সম্পর্কে লেখেন, এই মানুষটা খুব ভাল। আর এক জন লেখেন, ক্যাটরিনা আমাদের দয়ার রাণী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।