জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আশঙ্কা এবং পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সুন্দরবনের বন কর্মকর্তা কর্মচারীরা। বনের ভেতরে অবস্থানরত পর্যটকদেরও নিরাপদে সরিয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, বনপ্রহরীদের ব্যবহৃত অস্ত্র ও গুলি নিয়ে নিরাপদে থাকতে বলা হয়েছে। যেসব দর্শনার্থী এখনও বিভিন্ন নৌযানে করে বনের ভেতরে অবস্থান করছে তাদেরও নিরাপদে সরিয়ে দিতে বনপ্রহরীদের নিদের্শ দেয়া হয়েছে।
এদিকে, আবহাওয়ার বিশেষ বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং সংলগ্ন দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
সুন্দরবনের করমজল স্টেশনের কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। সুন্দরবনে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। স্বল্প সময়ের নোটিশে তারা যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে, সে জন্য সতর্ক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।