কালকি কোয়েচলিন। ফরাসি নাগরিক হলেও যাঁর জন্ম আর বেড়ে ওঠা সবটাই ভারতে। ছোটবেলা থেকেই কালকি যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। গোল্ডস্মিথস, ইউনিভার্সিটি অব লন্ডন বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তারপর কালকি পা রাখেন হিন্দি চলচ্চিত্রে।
এর মধ্যে তিনি লেখালেখির কাজ আর প্রযোজনাও করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে। একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে খ্যাতি থাকলেও কালকিকে ব্যক্তিগত আর কর্মজীবনে পার করতে হয়েছে অনেক চড়াই–উতরাই।
তবে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং বিবাহবিচ্ছেদের মতো খারাপ সময় পার করে কালকি এখন বেশ ভালো আছেন। ছোট্ট মেয়ে আর প্রেমিককে নিয়ে বেশ ইতিবাচক সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কালকি মূলত ভক্তদের কাছে পরিচিত আর পছন্দের তাঁর স্পষ্টবাদী মনোভাবের জন্য।
সেই সঙ্গে অপ্রচলিত ধারার সব কাজের জন্য বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। ফরাসি এই বলিউড ডিভা, ব্যক্তিগত জীবনে থাকেন একদমই সাদামাটাভাবে। রোজ যোগব্যায়ামে সময় দেন আর মন চাইলে বেরিয়ে পড়েন ভ্রমণে।
ক্যারিয়ারে অনেক সময় চেহারা আর ফিগারের জন্য কটাক্ষের শিকার হলেও কালকি দমে যাননি একেবারেই। ফ্যাশন সেন্স এককথায় তাঁর দুর্দান্ত। ফ্যাশনের প্রতি কালকির বাধাহীন দৃষ্টিভঙ্গি তাঁকে পরবর্তী প্রজন্মের জন্য নিখুঁত রোল মডেল করে তুলেছে। কালকি এমন একজন অভিনেত্রী, যিনি যা বিশ্বাস করেন, তা নিয়ে কথা বলতে পিছপা হন না। সেটা ধর্ষণ, নারীবাদ বা যেকোনো কিছুই হোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।