
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশেষ অভিযানে পুলিশের হাতে ধরা পড়েছে নিক্সন চৌধুরীর আস্থাভাজন দুই যুবলীগ নেতা—আজাদ চোকদার ও উজ্জ্বল মিয়া। তাদের বিরুদ্ধে সরকারি বিরোধী উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে পৃথক স্থান থেকে আজাদ চোকদার ও উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজাদকে উপজেলা আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া থেকে এবং উজ্জ্বলকে হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ বাজার থেকে যৌথ বাহিনীর সমন্বয় অভিযানে আটক করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা নিক্সন চৌধুরীর আস্থাভাজন যুবলীগ নেতা। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানার বিস্ফোরক মামলা ও সরকারি স্থাপনা ভাংচুর সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিরোধী উসকানিমূলক পোস্ট দেওয়ার সঙ্গে জড়িত।
গ্রেপ্তারের পর পুলিশ আরও তদন্ত চালাচ্ছে, যাতে বিষয়টি গভীরভাবে উদঘাটন করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



