ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আত্মসমর্পণকারী চরমপন্থী দলের ২৩ সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সদর উপজেলা পরিষদের হলরুমে প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় তিনি বলেন, আত্মসমর্পণকারী চরমপন্থীরা যাতে সুপথে ফিরেন সরকার এক বছর পর আবারও ৫০ হাজার করে টাকা দিচ্ছে। আপনাদের আত্মকর্মসংস্থানে এলজিআরডি ও সমাজসেবাসহ বিভিন্ন মন্ত্রণালয় হতে সহায়তা করা হবে। বিনা জামানতে ব্যাংক হতে দুই লাখ টাকা ঋণ পাবেন। এই সুযোগ কাজে লাগিয়ে আপনারাই পারেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম যোদ্ধা হয়ে উঠতে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ও সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যাসহ আত্মসমর্পণকারী দুই চরমপন্থী সদস্য আনোয়ার হোসেন ও ইমন ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ৯ এপ্রিল পাবনার শহীদ আমীরউদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন ৪৬৩ জন চরমপন্থি। সেসময় তাদের পুনর্বাসনের জন্য এক লাখ করে টাকা দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে। আত্মসমর্পণকারীদের মধ্যে ফরিদপুরের ২৫ জন ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।