জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে বন্যা পরিস্থিতির আবার অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার বিপদসীমরা ১১৯ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুরের বিল গজারিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাধের ৪৫ মিটার অংশ ভেঙে গেছে বলে জানিয়েছেন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।
সোমবার বিকালে ৪টার দিকে বাঁধের ওই অংশ ভেঙে গিয়ে তীব্র বেগে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এর আগেও গত ১৯ জুলাই বাঁধের ওই অংশে ৮০মিটার ভেঙে যায়। বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে সে ফাটল বন্ধ করা হলেও পানি তোড়ে ওই জায়গায় ৪৫ মিটার আবারও ভেঙে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, প্রকৃতির শক্তির কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। গত ১৯ জুলাই থেকে কাজ করেও বাঁধটি টিকিয়ে রাখতে পারিনি। এখন পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন বিভাগকে ডেকে পাঠানো হয়েছে। তাদের পরামর্শ নিয়ে পরবর্তি কর্মপন্থা নির্ধারণ করা হবে।
এদিকে, পদ্মার পানি বৃদ্ধি অব্যহত থাকার কারণে গত কয়েকদিনে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় সকল এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সেই সাথে নিমজ্জিত ও পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার পরিবারের মানুষ।
চরম দুর্ভোগে থাকা চরাঞ্চল ও বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষ গরু ছাগলসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ, হেলিপ্যাড ও আশ্রয়কেন্দ্রের উচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার বিভিন্ন কাঁচা-পাকা সড়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।