জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। এ সময় ১৩৯ বস্তায় ৪ টন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
জানা যায়, ডিলার রবীন্দ্রনাথ সাহার কাছ থেকে ৬৮টি কার্ডের ২ টন ৪০ কেজি, মুকুল মিয়ার কাছ থেকে ৫৮টি কার্ডের ১ টন ৭৪০ কেজি ও গিয়াস উদ্দিন মোল্লার কাছ থেকে ১৩টি কার্ডের ৩শ’ ৯০ কেজি চাল উদ্ধার করা হয়।
ইউএনও জানান, গত ১৪ এপ্রিল ঘোষপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের একটি অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ তদন্ত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় চাল জব্দ করাসহ ওই তিন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়।
ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেনের সম্পৃক্ততা পাওয়া না গেলেও তার দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, খাদ্য বান্ধব কর্মসূচির কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।