আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালাবামা শহরে মারা গেলেন জনপ্রিয় ‘ফরেস্ট গাম্প’ উপন্যাসের লেখক উইন্সটন গ্রুম। খবর ইউএনবি’র।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অ্যালাবামার ফেয়ারহোপের মেয়র করিন উইলসন সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় উইন্সটনের মৃত্যুর বিষয়টি জানান, খবর এপি।
অ্যালাবামার গভর্নর কে আইভি এক বিবৃতিতে বলেন, ‘ফরেস্ট গাম্প সৃষ্টির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন গুণী সাংবাদিক এবং বিশিষ্ট লেখক ছিলেন উইনস্টন গ্রুম।’
‘ফরেস্ট গাম্প’ ছিলেন একজন ধীর-বুদ্ধিসম্পন্ন কিন্তু প্রতিভাধর ব্যক্তি, যিনি বিংশ শতাব্দীর ইতিহাসের মূল বিষয়গুলোর অংশীদার বা সাক্ষী ছিলেন।
উইন্সটন গ্রুমের উপন্যাস ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ১৯৯৪ সালে একই নামে নির্মিত চলচ্চিত্র জিতে নিয়েছিল ছয়টি অস্কার পুরস্কার। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।