জুমবাংলা ডেস্ক : রংপুর অঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত বছরের ১৪ নভেম্বর। বিগত সরকারের প্রধানমন্ত্রী অনলাইনে উদ্বোধনের পর পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর চৌরাহাট এলাকায় গ্যাস স্টেশন প্রাঙ্গণে ফলক উন্মোচন ও গ্যাস প্রজ্বালন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান। সেই উদ্বোধনের ১৪ মাস পেরিয়ে গেছে কিন্তু গ্যাস সরবরাহের কোনো দেখা নেই।
১৪ মাসেও নেই পাইপলাইনে গ্যাস পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক প্রকৌশলী ফজলুল করিম বলেন, ডিস্টিবিউশন লাইনসহ কিছু কাজ বাকি রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই কাজ শেষ করে আগামী জুন নাগাদ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। আরেকটি সূত্র বলছে, গ্যাস সরবরাহে শিল্পপতিতের কাছ থেকে সাড়া না পাওয়ায় সরবরাহের কাজ দেরিতে হচ্ছে।
২০১৮ সালের অক্টোবর মাসে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু হয়। দেড় শ কিলোমিটার এলাকার পাইপলাইন স্থাপন করেছে জিটিসিএল। রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পটি সরকারি ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের যৌথ অর্থায়নে ১ হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে জিটিসিএল এখানে ১০ কোটি টাকার ওপর খরচ করেছে। বাদবাকি টাকা সরকার বরাদ্দ দিয়েছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য ৩০৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ ছাড়া হুকুম দখল করা হয়েছে ৫৭৬ দশমিক ৩৭ একর জমি। ৩০ ইঞ্চি ব্যসার্ধে ১৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। এই গ্যাস সরবরাহে পাইপলাইন পাড়ি দিয়েছে ছয়টি নদী ও দুটি খাল। এসব নদী ও খালের দূূরত্ব আড়াই কিলোমিটার। এ প্রকল্পে রয়েছে ইপিসি ভিত্তিতে সৈয়দপুরে ১০০ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে) ক্ষমতাসম্পন্ন একটি সিজিএস (সেন্ট্রাল গ্যাস সাপ্লাই), রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস (টাউন বর্ডার স্টেশন) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি টিবিএস।
রংপুর বিভাগে গ্যাস পাইপলাইন গ্যাস সরবরাহ উদ্বোধন হওয়ায় ব্যবসায়ী শিল্পপতিরা আনন্দিত হয়েছিলেন। রংপুরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এই অঞ্চলে গ্যাস সরবরাহ হলে নতুন নতুন শিল্পকারাখানা এবং বিসিক এলাকার শিল্পকরখানার পণ্যের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি অর্থনীতির চালিকাশক্তিতে নতুন গতি হবে। কবে নাগাদ গ্যাস সরবরাহ করা হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী বলেন, এই অঞ্চলে ঘ্যাসের সংযোগ নেয়ার জন্য শিল্প প্রতিষ্ঠানের মালিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শিল্প-কারখানায় গ্যাস সংযোগ পেলে পাল্টে যাবে এই অঞ্চলের অর্থনীতি। এছাড়া নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।