Advertisement
জুমবাংলা ডেস্ক : নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেবো।’
আজ শনিবার বিকেলে রাজধানীর গ্রীনরোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ভোটারদের উপস্থিতি কেন কম সেটা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তাপস। তিনি বলেন, ‘ভোটার কেন কম সেটা বিশ্লেষণ করবে বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে।’
জয় নিয়ে কতটা আশাবাদী প্রশ্ন করা হলে ব্যারিস্টার তাপস বলেন, ‘জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। ভোটার বেশি হলে আরও বেশি ভোটে জয় পেতে পারতাম বলে মনে করি। তারপরও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



