জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কবিরহাটে ফাঁকা বাড়িতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চার তরুণ-তরুণীকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট গ্রামের কলিম উদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. শিহাব, কবিরহাট পৌরসভার শ্রীনদ্দী গ্রামের মান্নানের ছেলে সুমন, বাটইয়া ইউনিয়নের ইব্রাহীমের মেয়ে বিবি কুলসুম ও কক্সবাজারের রামু উপজেলার আসমা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কলিম উদ্দিন ব্যাপারী বাড়িতে বাইরের লোক দিয়ে অনৈতিক কাজ চালাচ্ছিলেন কয়েকজন যুবক। বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে নজরদারি বাড়ান আশপাশের লোকজন। শুক্রবার রাতে আপত্তিকর অবস্থায় ওই চারজনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়।
কবিরহাট থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।