জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে এবং হল খুললে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ সাপেক্ষে শিক্ষার্থীদের হলগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এছাড়াও সংঘর্ষে আহত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে কোটা সমস্যা যৌক্তিকভাবে সমাধানের জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়াও কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষে গতকাল ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হয়েছে৷
এদিকে, আতঙ্কে আজ সকাল থেকে হলের আবাসিক শিক্ষার্থীদের অনেককেই হল ছাড়তে দেখা গেছে।সকাল ৬টার পর থেকে বিজয় একাত্তর হল, রোকেয়া হল, কবি জসীম উদ্দিন হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হয়ে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা।
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছাত্রদল-ছাত্রশিবির : ওবায়দুল কাদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।