নায়িকা জানান, তাঁর মাঝেরাতে অথবা যে কোনও সময়ের খাবার হলো বাতাসা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাতাসা হাতে ছবিও দিয়েছেন রুক্মিণী (Rukmini Maitra)। সম্প্রতি করোনায় আক্রান্ত হন রুক্মিণী। সেই সময় ‘কোয়ারেন্টাইন ক্রেভিং…’এর কথা জানান সোশ্যাল মিডিয়ায়। কেক, কফি আর চকোলেট এটাই ছিল রুক্মিণীর কোয়ারেন্টাইন ক্রেভিং।
রুক্মিণী মৈত্রর ইনস্টাগ্রাম স্টোরি
মডেলিং থেকে শুরু তারপর বহু আর্ন্তজাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন রুক্মিণী (Rukmini Maitra)। তারপরই দেবের হাতে ধরে টলিউডে ডেবিউ। প্রথম ছবি ‘চ্যাম্প’ তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’-এ দেবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী। ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাঁকে। বর্তমানে বলিউডেও কাজ করছেন রুক্মিণী (Rukmini Maitra)।সম্প্রতি বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে Sanak ছবিতে দেখা গিয়েছে রুক্মিণীকে (Rukmini Maitra)।
খুব শীঘ্রই মুক্তি পাবে দেব ও তাঁর প্রথম প্রেমের ছবি ‘কিশমিশ’।তিনটি সময়কালের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘কিশমিশ’ (Kishmish) । একটি আশির দশকের গল্প, আরেকটি ২০১৪ ও তার আশেপাশের সময়। যখন পৃথিবী ছিল মাস্কবিহীন। অন্যটি বর্তমান সময় মোটামুটি ২০২২-২০২৪। একটি লুকে স্কুল বয় দেব। একেবারে স্কুল ইউনিফর্ম পরে দেখা গিয়েছিল তাঁকে। দ্বিতীয়টি ছিল কলেজ বয়ের লুক। তৃতীয়টিতে ঘোরতর সংসারী দেব। ছবির টিজার মুক্তির সময় দেব জানান, এটি তাঁদের ও রুক্মিণীর প্রথম প্রেমের ছবি। পোস্টারে দেখা যাচ্ছে ছাতা মাথায় দেব-রুক্মিণী (Dev-Rukmini) ।এই ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran bandopadhyay), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), যিশু সেনগুপ্ত (Jishuu Sengupta), অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। নিজের কেরিয়ারে এই প্রথম কোনও স্কুল-বয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে।নতুন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় অন্যরকম এক মিষ্টি প্রেমের গল্পের সফর সঙ্গী হিসেবে দেখা যাবে টলিপাড়ার এই পাওয়ার কাপলকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।