ফাঁস হল Redmi 13C এর রিটেইল বক্স, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই শাওমি বাজারে একটি সস্তা স্মার্টফোন Redmi 13C পেশ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি লঞ্চ সম্পর্কে ঘোষণা করা না হলেও ফোনটির রিটেইল বক্স এবং অন্যান্য ডিটেইলস প্রকাশ্যে এসে গেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার, ডিজাইন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Infinix Smart 8, গুগল প্লে কনসোলে লিস্টেড হল এই সস্তা স্মার্টফোন

Redmi 13C এর রিটেইল বক্স (লিক)
Redmi 13C ফোনটি রেড এবং হোয়াইট কালার বক্স প্যাকেজে দেখা গেছে। এটি ফোনটির 4জি মডেল হতে চলেছে।
বক্সে স্পষ্ট বড় করে Redmi 13C নাম লেখা দেখা গেছে।
ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.71 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে।
এই ফোনটি গ্রীন এবং ব্ল্যাক কালার অপশনে পেশ করা হতে পারে। এতে টেকচার ফিনিশও থাকতে পারে।
ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং দুটি গোল ক্যামেরা কাটআউট সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। মডিউলের পাশে 50MP ক্যামেরা ব্র্যান্ডিং লেখা আছে।

Redmi 13C এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi 13C ফোনে 6.71-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশনে কাজ করতে পারে।
প্রসেসর: এই ফোনটিতে MediaTek Helio G85 প্রসেসর থাকবে বলে জানা গেছে।
স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটির 4GB RAM +128GB স্টোরেজ, 6GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB স্টোরেজ মডেল সেল করা হতে পারে।
ক্যামেরা: ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর থাকবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি: এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
অন্যান্য: সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4জি, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হতে পারে।
ওএস: Redmi 13C ফোনটি অ্যান্ড্রয়েড 13-অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করতে পারে।
Redmi 13C এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এবং দাম
এখনও পর্যন্ত সঠিক লঞ্চ ডেটা জানা যায়নি, তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী Redmi 13C ফোনটি 2023 সালের নভেম্বর মাসে পেশ করা হতে পারে।
এই ফোনটি মাত্র 100 ডলার অর্থাৎ প্রায় 8,500 টাকা দামে সেল করা হবে বলে শোনা যাচ্ছে।
এখন এই ফোনটি সম্পর্কে কোম্পানির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।