স্পোর্টস ডেস্ক: ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিতে উঠে স্বস্তিতে ভাসছে বাংলাদেশ। এবারের ফাইনালে ওঠার লড়াইয়ে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। শনিবার ভারতের ব্যাঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
আজ সেমিফাইনাল উপলক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা ফাইনালের জন্যই আগামীকাল মাঠে নামব। সেমিফাইনাল আমাদের প্রথম লক্ষ্য ছিল। সেটা পূরণ হওয়ায় আগামীকাল আমরা শুধুই ম্যাচ উপভোগ করতে নামব না। আমাদের লক্ষ্য এখন ফাইনাল নিশ্চিত করা।’
কুয়েত গ্রুপ পর্বে তিন ম্যাচে নয় গোল করেছে। কুয়েতের ফরোয়ার্ড লাইন অত্যন্ত শক্তিশালী। ম্যাচটির আভ্যন্তরীণ লড়াইটা কুয়েতেরে ফরোয়ার্ড বনাম বাংলাদেশেল ডিফেন্সেরও। এ নিয়ে কোচ বলেন, ‘আমরা প্রতি ম্যাচের আগেই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি। আমরা জানি তারা শক্তিশালী দল। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছি।’
বাংলাদেশ গত দুই ম্যাচ জিতেছে এবং ছয় গোল করেছে। দুই ম্যাচেই প্রথমে গোল হজম করেছে। সেমিফাইনালে আগে গোল হজম না করার দিকে বিশেষ খেয়াল থাকবে কোচের, ‘এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব প্রথমে গোল হজম না করার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।