স্পোর্টস ডেস্ক : ইনজুরি জেনো পিছুই ছাড়ছে না শ্রীলঙ্কার। এশিয়া কাপ শুরুর আগেই দলের বেশ কয়েকজন বোলারকে হারাতে হয় লঙ্কানদের। সেই ধাক্কাটা বেশ ভালোভাবে সামাল দিয়েছে লঙ্কানরা। দারুণ পারফরম্যান্সে তারা জায়গা করে নিয়েছে এশিয়া কাপের ফাইনালে। যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আবারও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দলটির কপালে।
দলটির তারকা স্পিনার মাহিশ থিকশাকা এশিয়া কাপ ফাইনালে খেলতে পারছেন না। চলতি বছর শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। শিকার করেছেন সর্বোচ্চ ৩১টি উইকেট। চলমান এশিয়া কাপেও বল হাতে ছন্দে ছিলেন তিনি। পাঁচ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে তিনি৪১ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন থিকশানা।
এরপরই এমআরআই করানো হয়। রিপোর্ট আসার পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা মেডিক্যাল কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা বলেন, ‘এমআরআই স্ক্যান ভালো কিছু বলছে না, তবে সেটা বেশি খারাপ নয়। ক্লিনিক্যালি থিকশানা ঠিক আছে। সে চলাফেরা করতে পারছে এবং খুব একটা ব্যথা অনুভব করছে না। সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবে। আসলে সামনে বিশ্বকাপ না থাকলে আমরা তাকে যেভাবেই হোক প্রস্তুত করার চেষ্টা করতাম আগামীকালের ম্যাচের জন্য। কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে চাচ্ছি না।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.