স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় চলতি যুব ক্রিকেট বিশ্বকাপে সেমি-ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রোহাইল নাজির।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবার সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হলেও টুর্নামেন্টের ইতিহাস পাকিস্তানের দিকে ঝুঁকে রয়েছে। যুব বিশ্বকাপে গত নয়বারের মুখোমুখি সাক্ষাতে পাঁচবার জয় পেয়েছে পাকিস্তান। চারবার ম্যাচ জিতেছে ভারত।
ম্যাচের আগে পাক অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মোহাম্মদ হুরেইরা স্বীকার করে নিয়েছেন যে, ভারত-পাক ম্যাচ মানেই কঠিন ম্যাচ ৷ তবে সেমিফাইনাল আর একটা ম্যাচের মতো ধরে নিয়েই খেলবেন তারা। আফগানিস্তানকে গত ম্যাচে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে শেষবার হারিয়েছিল ২০০৬ সালে কলম্বোয়। ওই বছর টুর্নামেন্টে জিতেছিল তারা। ২০০৪ সালের পর দ্বিতীয়বার ট্রফি জিতেছিল পাকিস্তান। অন্যদিকে, গত বারের চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল। চারবার ট্রফি জিতেছে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।