বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট সেগমেন্ট এর স্মার্টফোন। আর সেই সুযোগেই ভারতের স্মার্টফোন বাজারে নিজেদের ব্যবসা আরো বাড়ানোর জন্য চীনের এই সংস্থা একের পর এক স্মার্ট ফোন লঞ্চ করে চলেছে ভারতে। বলা হচ্ছে অন্যতম জনপ্রিয় সংস্থা Vivo-এর কথা। বর্তমানে ভিভো তাদের পরবর্তী প্রজন্মের V29 সিরিজের স্মার্টফোনগুলিকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে আর তার মাঝেই আরও একটি নয়া সিরিজের স্মার্টফোন লঞ্চ করল Vivo. Y সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলা ভিভোর এই নতুন ফোনটির নাম Vivo Y27 5G.
নয়া এই ফোনে কি থাকতে চলেছে কিবা হতে চলেছে স্পেসিফিকেশন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Vivo Y27 5G- Display-Waterdrop নচ সহ 6.44 inch LCD display, Full HD+Brightness- 600 নিট পিক processor – Y27 5G MediaTek ডাইমেনসিটি ৬০২০ প্রসেসরনিরাপত্তার জন্য এই ফোনের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে।
ফোনটি ৪ জিবি/৬ জিবি ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। তবে এতে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল Ram সাপোর্টও মিলবে। জানা যাচ্ছে ডিভাইসটি অ্যান্ড্রয়েড১৩এর উপর ভিত্তি করে আসবে যা ফানটাজ ওএস ১৩ কাস্টম স্ক্রিনে রান করে। পাওয়ার ব্যাকাপের কথা বললে ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে সাথে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি।
তবে বর্তমানে ফোন অসম্পূর্ণ থেকে যায় তার ক্যামেরা সেটআপ ছাড়া। তাই সেই দিকে কোনরকম খামতি রাখছে না সংস্থা। জানা যাচ্ছে ফোনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে। তবে স্মার্টফোনের মূল্য ও লঞ্চের সময়কার সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।