জুমবাংলা ডেস্ক: শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় রাজধানীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বুয়েট প্রশাসন।
সোমবার (৭ অক্টোবর) জিডির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বুয়েট কর্তৃপক্ষ। জিডিতে শিক্ষার্থী আবরার ফাহাদের ঘটনাটিতে ‘মৃত্যু’ বলে উল্লেখ করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার রাতে শেরে-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে আবাসিক ছাত্র আবরার ফাহাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় জিডি করা হয়েছে। জিডির ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত শব্দ চয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে আবরারের বাবা বরকতউল্লাহ দাবি করেন, ছেলের হত্যার ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ তাকে যথাযথ সহযোগিতা করছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।